নিজস্ব প্রতিনিধি ::সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের মেঘালয় সীমান্তবর্তী গ্রাম চারগাঁও মাঝহাটিতে স্বামীর কাচির আঘাতে স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় স্বামী ফারুক মিয়াকে আটক করেছে পুলিশ। নিহত সরুফা আক্তার (৩২) চারাগাঁও গ্রামের আব্দুল মালেকের মেয়ে জানা গেছে।
তাহিরপুর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে তুচ্ছ ঘটনাকে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী ফারুক মিয়া কাচি দিয়ে স্ত্রী সরুফা বেগমের পেটে আঘাত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলার বাদাঘাট বাজারে এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে তার মৃত্যু হয়।
এ ঘটনায় শনিবার সকালে চারাগাঁও থেকে তাহিরপুর থানা পুলিশ স্বামী ফারুক মিয়াকে আটক করে এবং লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠায়। তাহিরপুর থানা অফিসার ইনচার্জ নন্দন কান্তি ধর বলেন, এ ঘটনায় নিহতের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।