খেলাধুলা ডেস্ক:: ব্যাট হাতে রীতিমত ক্রিকেট বিশ্ব শাসন করছেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ব্যাট হাতে দক্ষ তারকা নিজের দেহে কারুকার্য করাতেও দক্ষ হবেন এটাই স্বাভাবিক। ট্যাটুতে কোহলির প্রেমের বিষয়ে অবগত সব কোহলি-ভক্তরা। সম্প্রতি ট্যাটু প্রেমে ফের মগ্ন কোহলিকে দেখা গেলো মুম্বাইয়ের এক পার্লারে। নানা কারুকাজে ট্যাটুতে দেহ সাজাতে ব্যস্ত এই তারকা।
কিছুদিন আগে, দক্ষিণ আফ্রিকায় দুর্দান্ত সফর কাটিয়ে দেশে ফিরেছে ভারতীয় ক্রিকেট তারকারা। দলের অন্যরা সতীর্থরা নিদাহাস ট্রফির জন্য তৈরি হলেও এই টুর্নামেন্টে বিশ্রাম দেওয়া হয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলিকে।
কিছুদিন পরেই পর্দা উঠবে আইপিএলের ১১তম আসরের। তার আগে এই ছুটিতে তাই নিজের ট্যাটু প্রেমকে আরও এক বার ঝালিয়ে নিলেন কোহলি।
শনিবার মুম্বইয়ের এক ট্যাটু পার্লারে নতুন ট্যাটু করাতে দেখা যায়িএই তারকাকে। নিজের হাতের উপরি পাশ থেকে কাঁধের উপর ট্যাটু করান তিনি। নতুন ট্যাটু করানোর ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন ওই পার্লারের এক কর্মী। ছবিটি পোস্ট হওয়ার পর থেকেই তা বেশ দ্রুতই ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।