নিজস্ব প্রতিবেদক:: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সাধারণ শিক্ষার্থীরা।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের পরপর একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে গোলচত্ত্বরে অবস্থান নেয় শিক্ষার্থীরা।এসময় শিক্ষার্থীরা জাফর ইকবালের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন তারা। এদিকে হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে বেলা ১১টায় শাবি শিক্ষক সমিতি ও ১২টায় সম্মিলিত সাংস্কৃতিক জোট পৃথক কর্মসূচি পালন করে।
উল্লেখ্য, গত শনিবার শাবিতে একটি অনুষ্ঠান চলাকালীন সময়ে ড. জাফর ইকবালের হামলা করে ফয়জুর রহমান নামের এক সন্ত্রাসী।