মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের শপথের মাধ্যমে শনিবার (৩ মার্চ) জিন্দাবাজারস্থ মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সিলেট জেলা মুক্তিযোদ্ধা যুব কমান্ডের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
জেলা যুব কমান্ডের সভাপতি শাহীন আহমদ চৌধুরী নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুল আহমদ বুলবুলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ গবেষণা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধার সন্তান হাবিব আহমদ দত্তচৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জবরুল হোসেন, জেলা যুব কমান্ডের সিনিয়র সহ সভাপতি ওয়ালি মাহমুদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মনসুর রহমান, মো. আলাজুর রহমান, মনোয়ার হোসেন, লিটু, রিপন আহমদ, রজত রায়, গোলাম কিবরিয়া, মৌরশ আলী, মনিউল আলম মুন্না, শাহীদুল ইসলাম শাহীদ, মুজাম্মেল আহমদ, মো. লায়েক আহমদ, জুবায়ের আহমদ, মতিউর রহমান মনি, মো. জাকির হোসেন প্রমুখ।