শুদ্ধভাবে জাতীয় সংগীত পরিবেশন প্রতিযোগীতা ২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সিলেট সিটি কর্পোরেশন এলাকা, সিলেট জেলা ও উপজেলা পর্যায়ে শিক্ষার্থীদের মেধ্য জেলা প্রশাসনের আয়োজনে অগ্রগামী স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক রাহাত আনোয়ারের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুলাহ’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন ডিডিএলজি’র দেবজিৎ সিনহা, অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম, জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ, এডিএম স্বন্দীপ কুমার সিংহ, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার সুনন্দা রায়, অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী পুরকায়স্থ, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক সাহাব উদ্দিন বাদল, সাধারণ সংগীত প্রশিক্ষক প্রতীক এন্দ, সংগীত প্রশিক্ষক অরুন কান্তি তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাফায়াৎ মুহাম্মদ শাহেদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিয়ানীবাজার দাউসিয়া আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষার্থী মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দকে সম্মাননা স্মারক ও বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।