সাংবাদিক শিমুল হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

নিউজ ডেক্স:: সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক শিমুল হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি কামাল হোসেনকে (৩০) গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় বাড়াবিল সরকারপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত কামাল হোসেন উপজেলার বাড়াবিল সরকারপাড়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।

শাহজাদপুর থানার ওসি খাজা গোলাম কিবরিয়া জানান, শিমুল হত্যার পর থেকেই পরোয়ানার আসামি কামাল পলাতক ছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নিজের বাড়ি থেকে কামালকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে এ মামলায় ৩০ আসামি গ্রেফতার করা হয়েছে। ঘটনার পর থেকে জেলহাজতে রয়েছেন এ মামলার প্রধান আসামি শাহজাদপুর পৌরসভার মেয়র আওয়ামী লীগ নেতা হালিমুল হক মিরু।

এ মামলার আরও সাত আসামি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

গত বছরের ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগের দুগ্রুপের সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে পর দিন মারা যান সমকাল পত্রিকার শাহজাদপুর প্রতিনিধি আবদুল হাকিম শিমুল।

এ ঘটনায় শিমুলের স্ত্রী নুরুন্নাহার খাতুন শাহজাদপুর থানায় মামলা করলে দুই মাস তদন্ত শেষে ৩৮ জনের নামে আদালতে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *