বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসিরের পিতা মরহুম শেখ আব্দুস সাত্তার, সিনিয়র সহ সভাপতি মামুন হাসানের মাতা মরহুম মরিয়ম বেগম, সহ সভাপতি নাজমুল কবির পাবেলের মাতা মরহুম সৈয়দা শামসুন নেছা, সাবেক কোষাধ্যক্ষ সিএম মারুফের রুহের মাগফেরাত কামনা ও সাবেক সভাপতি ইকবাল মনসুরের সুস্থতা কামনা করে সংগঠনের উদ্যোগে শুক্রবার দরগাহ মসজিদে বাদ আসর দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল বাতিন ফয়সল, প্রতিষ্ঠাতা সভাপতি আতাউর রহমান আতা, সিনিয়র সহ সভাপতি মামুন হাসান, সহ সভাপতি নাজমুল কবির পাবেল, সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোঃ দুলাল হোসেন, সাধারণ সম্পাদক শংকর দাস, সহ সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক ইউসুফ আলী, সাবেক সাধারণ সম্পাদক আশকার আমিন রাব্বী, কার্যকরি সদস্য নুরুল ইসলাম, এস এম সুজন, সদস্য শাহীন আহমদ, রেজা রোবেল, শহীদুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজনীতিবীদ আব্দুল আহাদ খান জামাল, এস আই সবুজ, মেহেদী হাসান রনি প্রমুখ।
মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা ও সাবেক সভাপতি ইকবাল মনসুরের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়।