66 total views, 1 views today
অর্থনীতি ডেক্স:: বাংলাদেশি ব্যবসা উদ্যোক্তাদের জন্য নতুন অ্যাকসিলারেটর কর্মসূচি উদ্বোধন করেছে স্কেলআপ বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান। এটি এক বছর মেয়াদি একটি বিনিয়োগ প্রস্তুতিমূলক কর্মসূচি। এর মাধ্যমে ছোট উদ্যোক্তারা বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে যোগ্য হয়ে উঠতে সক্ষম হবেন।
সম্প্রতি নতুন কর্মসূচি সম্পর্কে জানাতে এক অনুষ্ঠানের আয়োজন করে উদ্যোক্তা প্রতিষ্ঠান বেটারস্টোরিজ। এর সঙ্গে আছে আভিস্কার, গ্রামীণফোন অ্যাকসিলারেটর, ব্রিটিশ কাউন্সিল, পামএনএল এবং ক্লাইমেট বিজনেস ইনোভেশন নেটওয়ার্ক (সিবিআইএন)।
আয়োজকেরা জানান, উদ্যোগ ও ব্যবসার পরিধি বাড়াতে ২৫টি উদ্যোগ বাছাই করা হবে। ‘স্কেলআপ বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিতে তাদের ওয়েবসাইটে ২১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে। নির্বাচিত উদ্যোগগুলো ৩ সপ্তাহের বুটক্যাম্পে অংশ নেবে। এরপর বিভিন্ন কারিগরি সহায়তাসহ বিনিয়োগকারীদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ তৈরি হবে।
স্কেলআপ বাংলাদেশ ২০১৮ উদ্বোধন অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের নিয়ে কাজ অসাধারণ উদ্যোগ। এ কর্মসূচির মাধ্যমে বেটারস্টোরিজ উদ্যোক্তাদের সামনে আনবে। বিজ্ঞপ্তি।