সিলেট জেলা ছাত্রলীগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা বুধবার রাতে নগরীর জিন্দাবাজারস্থ এক অভিজাত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
ছাত্রলীগ নেতা আতিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে ও এম.সি কলেজ ছাত্রলীগ নেতা মো. নুরুল ইসলাম নাহিদ এবং আল আমিন এর পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ড কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি এনায়েতুল বারী খুর্শেদ।
এসময় উপস্থিত ছিলেন জাহের আহমদ সুমন, পুলক দাশ অলক, আতাউল সানী, সুজন দাশ, নীরেশ তালুকদার, প্রমথ তালুকদার, ফেঞ্চুগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফারহান সাদিক, সুমন শীল, জুবায়ের চৌধুরী, সেলিম আহমদ, রূপম তালুকদার, মারুফ আহমদ, সারওয়ার হুসেন, জাহেদ হোসেন, রুবেল তালুকদার রনি, মাহবুব আহমদ, ইমরান, রামীম, পিন্টু দেবনাথ, ময়না প্রমুখ। বিজ্ঞপ্তি।