রাশিয়ায় পারমাণবিক হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেক্স::   রাশিয়ায় পারমাণবিক হামলা চালানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্র প্রশিক্ষণ দিচ্ছে বলে দাবি করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

তিনি বলেন, এ ধরনের পদক্ষেপের মাধ্যম আমেরিকা পরমাণু নিরস্ত্রীকরণ প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

বুধবার জাতিসংঘ পরমাণু নিরস্ত্রীকরণ সম্মেলনে দেয়া বক্তৃতায় ল্যাভরভ এসব কথা বলেন।

তিনি বলেন, মার্কিন সামরিক বাহিনী ইউরোপজুড়ে কৌশলগত ও প্রচিলত অস্ত্র মোতায়েন করেছে এবং সেগুলোকে নিয়ে ন্যাটো জোটের বাইরের দেশগুলোসহ ইউরোপের অন্য দেশের সঙ্গে সামরিক মহড়া চালাচ্ছে। আমরা সবাই জানি যে, এ ধরনের তৎপরতা পরমাণু নিরস্ত্রীকরণ চুক্তির লঙ্ঘন এবং পরমাণু অস্ত্র নেই এমন দেশকে মহড়ায় অংশ নেয়ার ব্যবস্থা করে তাদের পরমাণু অস্ত্র কীভাবে ব্যবহার করতে হয় তার প্রশিক্ষণ দিচ্ছে আমেরিকা।

ল্যাভরভ বলেন, এটি সবার কাছে পরিস্কার হতে হবে যে, মার্কিন বাহিনী রাশিয়ার বিরুদ্ধে পরমাণু হামলা চালানোর জন্য ইউরোপের দেশগুলোকে প্রস্তুত করেছে।

তিনি আরও বলেন, ইউরোপের দেশগুলোতে মার্কিন পরমাণু অস্ত্র মোতায়েন নিতান্তই স্নায়ুযুদ্ধের সূত্রপাত নয় বরং স্পষ্টতই আগ্রাসী অবস্থান।

যুক্তরাষ্ট্রকে একমাত্র পরমাণু অস্ত্র ব্যবহারকারী দেশ হিসেবে উল্লেখ করে ল্যাভরভ বলেন, ইউরোপের জনগণের এই প্রবণতায় শামিল হওয়া উচিত নয়।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *