স্পোর্টস ডেস্ক:: নেইমারকে নিজেদের ডেরায় ভেড়াতে দীর্ঘদিন ধরে পাখির চোখ করে রয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী গ্রীষ্মেই পিএসজি থেকে তাকে ভাগিয়ে নিতে চায় লস ব্লাঙ্কোজরা। হালে সেই রেসে যোগ দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওই সময়ে ব্রাজিল যুবরাজকে দলে টানতে চায় ইংলিশ ক্লাবটিও। এরই মধ্যে এ নিয়ে নাকি ইউরোপের শীর্ষ দুই লিগের দুই জায়ান্টের মধ্যে লড়াই শুরু হয়ে গেছে!
গত বছর আগস্টে ট্রান্সফার ফির বিশ্বরেকর্ড গড়ে (২২২ মিলিয়ন ইউরো) বার্সেলোনা ছেড়ে পিএসজিতে পাড়ি জমান নেইমার। এর পর থেকেই দ্যুতি ছড়িয়ে যাচ্ছেন তিনি। এরই মধ্যে নিজেকে প্যারিসের প্রিন্স হিসেবে প্রতিষ্ঠিত করেছেন হালের ক্রেজ। সব মিলিয়ে সেখানে ভালোই থাকার কথা তার।
তবে স্প্যানিশ আউটলেট ডন ব্যালন জানাচ্ছে, আবারও মুভ করতে চাচ্ছেন ২৬ বছর বয়সী ফুটবলার। এমন খবর পেয়ে তাকে ভেড়াতে লড়াইয়ে নেমেছে রিয়াল-ম্যানইউ।
নেইমারকে পেতে শতভাগ চেষ্টা করে যাচ্ছে ম্যানইউ! যে কোনোভাবেই ওল্ড ট্র্যাফোর্ডে ব্রাজিল স্ট্রাইকারকে টানতে চাচ্ছেন ক্লাব কর্তারা! তাদের এমন মনোভাবে দারুণ খুশি কোচ হোসে মরিনহো।
অন্যদিকে নেইমারকে ভেড়াতে মরিয়া হয়ে চেষ্টা করছেন রিয়াল প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বিকল্প হিসেবে তাকে উপযুক্ত মনে করছেন তিনি! আগামীর সেরা তারকা হিসেবেও এ ফরোয়ার্ডকে মানছেন পেরেজ।
গত রোববার মার্সেইয়ের বিপক্ষে চোট পেয়ে প্রায় দুই মাস মাঠের বাইরে চলে গেছেন নেইমার। এর আগ পর্যন্ত দ্য পারিসিয়ানদের হয়ে তার পারফরম্যান্স ঈর্ষা জাগানিয়া। এ মৌসুমে এখন পর্যন্তসব প্রতিযোগিতা মিলে ২৯ গোল করেছেন তিনি। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ১৮ গোল। এমন আগুনে ফর্মে থাকা ফুটবলারকে পাওয়ার লড়াইয়ে এখন কে জয়ী হয় তা দেখার বিষয়।