ওবায়দুর কাদের মায়ের রুহের মাগফেরাত কামনা করে দরগাহে দোয়া ও মিলাদ মাহফিল

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের মায়ের মৃত্যুতে বঙ্গবন্ধু সৈনিক লীগ সিলেট মহানগর শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১ মার্চ) বাদ আছর হযরত শাহজালাল (রহ.) মাজারে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরণী বিতরণ করা হয়।

মিলাদ মাহফিলে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন মাওলানা আব্দুর রহমান সাথী (বসুরহাট)।

এসময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সৈনিক লীগ সিলেট মহানগরের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মো. রমজান আলী, বঙ্গবন্ধু সৈনিক লীগ সিলেট জেলার প্রেসিডিয়াম সদস্য তোফাজ্জল হোসেন মোল­া, মোস্তাফিজুর রহমান, আনোয়ার হোসেন আলী, তাইজুল ইসলাম, হাসান, রমজান আলী, মঞ্জুরুল ইসলাম মনজু প্রমুখ।

এছাড়াও আওয়ামী লীগের অঙ্গসহযোগী সংগঠন যুবলীগ, ছাত্রলীগের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *