ইসলামী ছাত্র সেনা সিলেট মহানগরের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সিলেট মহানগরের উদ্যোগে জৈন্তাপুর ওয়াজ মাহফিলে সন্ত্রাসী হামলা ও আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলার সভাপতি আবুল হোসেন আখলের উপর দুর্বৃত্তদের হামলায় নিহত হওয়ার ঘটনায় শাস্তির দাবিতে বৃহস্পতিবার নগরীতে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা সিলেট মহানগরের সভাপতি মাইনুল ইসলামের সভাপতিত্বে ও জেলার অর্থ সম্পাদক তাওহিদুল ইসলাম জুবায়েরের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ নুরুল হক চিশতী। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জাবেদ আহমদ, নুরুল আম্বিয়া, গোলাম মারুফ, হুসাইন আহমদ রনি, সামাদ আহমদ, এমরান মাহবুব, মোহাম্মদ আলী সোহাগ, আজিম, আজারুল প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জৈন্তাপুর ওয়াজ মাহফিলে হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। পাশাপাশি আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলার সভাপতি আবুল হোসেন আখল বৃহস্পতিবার ফজরের নামাজের পর দুর্বৃত্তদের হামলায় নিহত হন। এ দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান। অন্যথায় বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকিবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *