সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাধ্যমে নিরাপদ অভিবাসন নিশ্চিত সম্ভব

নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে আন্তরিক সচেতনতার সৃষ্টি করতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় জনগনের মধ্যে সচেতনতা সৃষ্টি সম্ভব। সচেতনতার অভাবে দেশের মানুষ হয়রানির শিকার হয়, ভিটে মাটি হারিয়ে, দালালদের খপ্পরে পরে পাচার এবং নির্যাতনে প্রাণে হানি ঘটে। তাই কোনো দেশে যাবার পূর্বে নিজিকে দক্ষ করে তোলা সহ বিভিন্ন বিধি বিধান এবং সঠিক পন্থা অবলম্বন করতে হবে।

সঠিক পন্থা অবলম্বন করলে অভিবাসন সফল এবং সমৃদ্ধ হবে। দক্ষিণ সুরমা উপজেলায় এফআইভিডিবির আয়োজনে নিরাপদ অভিবাসন নিশ্চিত করন বিষয়ক উঠোন বৈঠকে বক্তারা এসব কথা বলেন।

২৬ ফেব্রুয়ারী সোমবার দুপুরে লালাবাজার ইউনিয়নের বিবিদইল এবং রাজাপুরে অনুষ্ঠিত উঠোন বৈঠকে বক্তব্য রাখেন নিউ ন্যাশন এর সিলেট ব্যুারো প্রধান রোটারিয়ান এস এ শফি, ৫নং ওয়ার্ড সদস্য জুনেদ আহমদ, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাহী সদস্য শরীফ আহমদ, এফআইভিডিবির ফিল্ড ফেসিলেটর বাবলী দাস, স্থানীয় এফআইভিডিবির কর্মী নাজমা বেগম। বৈঠকে তাদের বক্তব্যে এধরনের আয়োজনকে স্বাগত জানান এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এসব কর্মসূচীর ধারাবাহিকাতার আশাবাদ ব্যক্ত করেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *