সিলেট নগরীর রিকাবীবাজার ব্যবসায়ী কমিটির উদ্যোগে গত ২৭ ফেব্রুয়ারি বিকেল ৩টা থেকে মধ্যরাত পর্যন্ত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন ব্যবসায়ী মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান আলতা, হাজী এম এ কাইয়ুম ও হাজী আমিনুর রশিদ খোকন। মাহফিলে বয়ান পেশ করেন মাওলানা ক্বারী আব্দুল মতিন, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা মিসবাহ উদ্দিন, মাওলানা আহমদ আলী, মাওলানা উসমান আমিনী, ৪ বছরের শিশু বক্তা আব্দুর রহমান।
কবি কামাল আহমদের সঞ্চালনায় মাহফিলে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, ১১নং ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম ঝলক, সাবেক কাউন্সিলর বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মো. বদরুল ইসলাম বদরু, হাবিব খান দিপু, হারুনুর রশিদ, শামসুদ্দীন, হাবিবুর রহমান সবু, বিপুল বক্স, জাবেদ মিয়া, আবুল কালাম বাবর, মোরাদ আহমদ মুরন, ফয়সল আহমদ, আলাউদ্দিন বাদশা, আব্দুল মতিন, আব্দুল মালেক পংকি, এম এ হান্নান, শাকিল আজমল আহমদ, ফরহাদ আহমদ, বিলাল রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি