নিউজ ডেক্স::রাজধানীর লালবাগে বাবার ছুরিকাঘাতে ছেলে শাহিন ইসলাম (২৫) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় শাহীনের ভাই সাইফুল ইসলামকে আটক করেছে। নিহত শাহিন মাদকাসক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাবা ছেলের ঝগড়ার এক পর্যায়ে শাহিনকে ছুরিকাঘাতে করলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহীনের স্ত্রী অাসমা অাক্তার ও তাদের দুই সন্তান রয়েছে। তারা লালবাগের আজিমপুরে ৪১ নিউ পল্টনে নিজেদের ১১ তলাবিশিষ্ট ভবনের ৫ম তলায় সপরিবারে থাকেন।
লালবাগ থানার ওসির বরাত দিয়ে ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কি নিয়ে ঝগড়া হয়েছে তা এখনও জানা যায়নি। তার স্বজনরা বলছে ছেলে মাদকাসক্ত ছিল। এ ঘটনায় অভিযুক্ত বাবা নূর ইসলাম পলাতক রয়েছে। শাহিনের ছোট ভাই সাইদুল ইসলামকে অাটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।