নিউজ ডেক্স:: নতুন ক্যামেরা এনেছে সনি। মডেল এ সেভেন থ্রি। এটি ফুল ফ্রেমের মিররলেস ক্যামেরা। ক্যামেরাটিতে আছে ২৪.২ মেগাপিক্সেলের এক্সমোর আর সিমস সেন্সর। এছাড়াও এতে রয়েছে বিওনজ এক্স ইমেজ প্রসেসর।
ক্যামেরাটির আইএসও রেঞ্জ ১০০-৫১২০০। এটি ফুল রেজুলেশনে ছবি তুলতে পারে। এতে কন্ট্রিনিউয়াস শুটিং স্পিডে ১০টি ফ্রেম প্রতি সেকেন্ডে ধারণ করা যাবে। জেপিজির পাশাপাশি র ফরম্যাটে ছবি তোলা যাবে ডিভাইসটি দিয়ে।
ছবি তোলার সময় ঝাঁকুনি মুক্ত রাখতে ক্যামেরাটিতে ৫ এক্সিস ইমেজ স্টাবিলাইজেশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।
ফেস ডিটেকশন অটোফোকাস সমৃদ্ধ ক্যামেরাটিতে আই অটোফোকাস প্রযুক্তি রয়েছে।
এতে ফোরকে ভিডিও ধারণ করা যাবে। এই ক্যামেরায় ১০৮০ পিক্সেলে ১২০ ফ্রেম ধারণ করা সম্ভব।
কানেকটিভিটির জন্য ক্যামেরাটিতে এসডি কার্ড স্লট, ওয়াফাই, ইউএসবি ৩.১ টাইপ সি পোর্ট এবং শক্তিশালী ব্যাটারি রয়েছে।
ক্যামেরাটির বডির দাম ২০০০ ডলার। যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় ১ লাখ ৬৮ হাজার টাকা।