জাফলংয়ে ১৫টি বোমা মেশিন ও সরঞ্জাম ধ্বংস

নিউজ ডেস্ক:: সিলেটের জাফলংয়ে নয়াগাঙ্গের পাড়, বাউরবাগ এলাকা থেকে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে পাথর উত্তোলন বন্ধ করতে টাস্কর্ফোসের অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস’র নেতৃত্বে অভিযান চালিয়ে ১৫টি বোমা মেশিন ও বিভিন্ন সরঞ্জামে অগ্নিসংযোগ করে তা বিনষ্ট করা হয়।

এ সময় গোয়াইনঘাট থানার এসআই উসমানগণি, সংগ্রাম বিজিবি’র ক্যাম্পকমান্ডার মো.জয়নাল আবেদীনসহ পুলিশ ও বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) সুমন চন্দ্র দাস বলেন, প্রকৃতি ও পরিবেশ রক্ষা করা প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। যতক্ষন না পর্যন্ত ওই এলাকার মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি হবে।

সাধারণ মানুষের মাঝেসচেতনতা বৃদ্ধির পাশাপাশিতাদের সহযোগীতাই পারবে একমাত্র পরিবেশের বিপর্যয় ঠেকাতে।

তাই পরিবেশ বিনষ্ট করে বোমা মেশিন দিয়ে অবৈধপন্থায়বালু, পাথর উত্তোলন বন্ধ করতে প্রশাসনের পাশাপাশি স্থানীয় এলাবাসীকেও সোচ্চার হওয়ার আহ্বান জানান তিনি।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *