সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের জনগণের ভালোবাসাই হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মূল শক্তি। তিনি এই শক্তির ভিত্তিতে সব ষড়যন্ত্র মোকাবিলা করবেন। দীর্ঘ ১৮ বছর পর দেশের মানুষের আশা-আকাঙ্খা বাস্তবায়ন করতে তারেক রহমান দেশে ফিরছেন। ইনশাআল্লাহ তিনি ৩১ দফার আলোকে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবেন। তিনি আরো বলেন, আমাদের প্রিয় নেতা তারেক রহমানের ফেরার ঘোষণা শোনার পর থেকে প্রতিটি মুহূর্ত আমাদের জন্য অপেক্ষার হয়ে উঠেছে। তাকে বাংলাদেশে বরণ করতে প্রতিটি জাতীয়তাবাদী কর্মী উদগ্রীব হয়ে আছে।
সোমবার সন্ধ্যায় মহানগরীর পীরেরচকে সিলেট-১ আসনের জোন-৫ এর উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ দেড় যুগের নির্বাসিত জীবন শেষে স্বদেশ প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়ে বিশাল আনন্দ মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বদরুল ইসলাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আলী আহমদ জাকির, সেক্রেটারি ফয়জুর রহমান ফয়জু, যুগ্ম সাধারণ সম্পাদক মজনু মিয়া, সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলাম রুমন, সিলেট জেলা বিএনপির উপদেষ্টা মকবুল আলী, সাবেক পরিকল্পনা বিষয়ক সম্পাদক আইয়ুব আলী সজীব, সাবেক সদস্য সাইদুর রহমান, ৩৩ নম্বর ওয়ার্ল্ড বিএনপির সভাপতি তাজুল ইসলাম তাজুল ও সাধারণ সম্পাদক আব্দুল হক জাবেদ, বিএনপি নেতা এনামুল হক কুটি, জাবেদ আলী, আলী আকবর, মুক্তিযোদ্ধা দল সভাপতি লিয়াকত আলী মিঠু, ইন্তাজ আলী, শহীদ মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আব্দুল কালাম, সেক্রেটারি কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সালেক আহমদ খালেক, সদস্য আব্দুস সালাম, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক আবুল কাশেম সোহেল, সদস্য সচিব রুফিয়ান আহমদ সবুজ, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সায়েম আহমদ, সাধারণ সম্পাদক পাভেল আহমদ, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম তানিম, হোসেন আহমদ দুলাল, নুর মিয়া, সুমন আহমদ, শহিদুল ইসলাম, এনাম আহমদ, মিন্টু মিয়া, মোস্তফা মিয়া, সালেক মিয়া, শাহনাজ আহমদ, আব্দুল খালেক, জুনেদ আহমদ, জুবের আহমদ, আব্দুল মালেক লিটন, আজিজুর রহমান শেবুল, আজাদ আহমদ, কামাল আহমদ, কামাল উদ্দিন, জুবেল আহমেদ, সোলেমান আহমদ, গিয়াস উদ্দিন, হাসিম রাজা, আব্দুল মালেক, সাদন মিয়া, আব্দুল কালাম, নিজাম উদ্দিন, মোক্তার হোসেন খান, মোহাম্মদ হালিম প্রমুখ।


