“উইমেন্স মডেল কলেজের পিঠা উৎসব শিক্ষার্থীদের মনে বাঙালির পিঠা ঐতিহ্যকে টিকিয়ে রাখার এক মহতী উদ্যোগ”:খন্দকার আব্দুল মুক্তাদির

মহান বিজয় দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নগরীর কুমারপাড়াস্থ একটি কমিউনিটি সেন্টারে ৮ম ইএসডি ফাউন্ডেশন শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী পর্বেপ্রধান অতিথি বিশিষ্ঠ শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ খন্দকার আব্দুল মুক্তাদির সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, “শীতকাল মানেই পিঠা পার্বণের সময়। গ্রামে-গঞ্জে এ সময় পিঠার আমেজ বেশ বোঝা যায়। শহরে সেই অর্থেতেমন আয়োজন হয় না বললেই চলে। তা সত্ত্বেও উইমেন্স মডেল কলেজের এই আয়েজন নিঃসন্দেহে প্রশংসনীয়।”

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক স্নিগ্ধা চক্রবর্তী ও বাংলা বিভাগের প্রভাষক তৌফিক রাসেলের সঞ্চালনায় শুরু হওয়া অনুষ্ঠানের প্রথমেই জাতীয় সংগীত গাওয়া হয়। এরপর শুভেচ্ছা বক্তব্য রাখেন ডাব্লিউএমসির অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি মাহবুবুক হক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ইএসডি ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান জে এম এইচ জে ফেরদৌস এবং সভাপতিত্ব করেন ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মনসুর আহমদ লস্কর। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃহত্তর সিলেটের বিভিন্ন স্কুল-কলেজের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকবৃন্দ, সমাজসেবক, নারী উদ্যোক্তা, শিল্প ও সংস্কৃতি ব্যক্তিত্বসহ আরও অনেকে।
আলোচনা পর্বশেষে ডাব্লিউএমসির ত্রৈমাসিক ক্রোড়পত্র ‘অপরাজিতা’র ৪র্থ বর্ষের ২য় সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এরপর অতিথিবৃন্দ শিক্ষার্থীদের পিঠার স্টলগুলোতে গিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন এবং একে একে সবগুলো স্টল পরিদর্শন করেন।

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের সহকারী অধ্যাপক স্নিগ্ধা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বেস্কুল ও কলেজের শিক্ষার্থীদের দ্বারা আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীদের স্টলগুলোর মধ্যে স্কুল এবং কলেজ শাখায় পৃথকভাবে সেরা তিনটি করে স্টল নির্বাচন করে নগদ অর্থ পুরস্কার হিসেবে প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ অংশে শিক্ষকদের কাজের যথাযথ মূল্যালয় ও অনুপ্রাণিত করার জন্য বেস্ট টিচার, বেস্ট ক্লাস টিচার, বেস্ট অর্গানাইজার ও বেস্ট এটেন্ডডেন্সের জন্য শিক্ষকদেরকে সার্টিফিকেট এবং ক্রেস্ট প্রদান করা হয়।

দিনের শেষে সভাপতি মহোদয় উৎসবের সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *