মহান বিজয় দিবস উপলক্ষে শেওলা ইউনিয়নের ৯নং ওয়ার্ড ছাত্র জমিয়তের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। একইসঙ্গে নে.সর. প্রাথমিক বিদ্যালয়ের ২০২৫ ইং সনের বার্ষিক পরীক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে স্কলারশিপ প্রদান করা হয়।
বুধবার দুপুর ১২টায় বিদ্যালয়ের হলরুমে শেওলা ইউপি ৯নং ওয়ার্ড ছাত্র জমিয়ত শাখার সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেওলা ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও জননেতা মাওলানা ছালেহ আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ডের প্যানেল মেম্বার জনাব ফখরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন শেওলা ইউপি ৯নং ওয়ার্ড জমিয়তের সহ-সভাপতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক মাওলানা জুনেদ আহমদ, নে.সর. প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য হাজী আলকাস উদ্দীন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুল মান্নান, জনাব শরফ খান এবং শেওলা ইউপি ছাত্র জমিয়তের সাবেক সহ-সভাপতি ছিদ্দিক আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা গণমুক্তিযুদ্ধে জমিয়তের ঐতিহাসিক অবদান নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন এবং মহান মুক্তিযুদ্ধে শহীদ সকল বীরের রূহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন প্রজন্মকে নৈতিকতা ও দ্বীনি শিক্ষায় গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্ধারিত সময় অনুযায়ী বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। পূর্ব মুহূর্তে শিক্ষক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির অনুমোদন সাপেক্ষে ওয়ার্ড ছাত্র জমিয়তের উদ্যোগে মেধা তালিকাভুক্ত ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী মোট ১৮ জন শিক্ষার্থীর মাঝে স্কলারশিপ প্রদান করা হয়। পাশাপাশি শতাধিক কৃতি শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় ওয়ার্ড ছাত্র জমিয়তের সহ-সভাপতি ইমদাদ হুসাইন, যুগ্ম সম্পাদক আব্দুল হাকিম, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক তামিম আহমদ, প্রচার সম্পাদক আলি হোসেন, প্রশিক্ষণ সম্পাদক আমজাদ হুসাইন, সদস্য আব্দুস সামাদসহ ছাত্র জমিয়তের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
কমেন্ট

