আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবির দুঃখ প্রকাশ

স্পোর্টস ডেস্ক: ৯ নভেম্বর ক্রিকেট কনফারেন্সে ফুটবল ও ফুটবলারদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বিসিবি পরিচালক আসিফ আকবর। তার বক্তব্যের পর ক্রীড়াঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিথ আউয়াল বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠান। চার দিন পর বিসিবি সেই চিঠির উত্তর দিয়েছে।

তাবিথ আউয়াল চিঠিটি পেয়েছেন। বিসিবি সভাপতি আমিনুলের স্বাক্ষরিত চিঠিতে আসিফের মন্তব্য নিয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়, আসিফ বিসিবি পরিচালক হলেও কনফারেন্সে তাকে কাউন্সিলর হিসেবে পরিচয় করানো হয়েছিল।

 

চিঠিতে লেখা আছে, ‘বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে তথাকথিত যে মন্তব্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে, সেই বক্তব্য তিনি দিয়েছিলেন জেলা প্রতিনিধিত্বকারী কাউন্সিলর হিসেবে, বিসিবির পরিচালক হিসেবে নয়। আমার জানা মতে, তিনি তার জেলার ক্রিকেট সংক্রান্ত কার্যক্রম ও মাঠ সংক্রান্ত ব্যবহার নিয়ে দীর্ঘদিনের হতাশা ও জটিলতা থেকে ব্যক্তিগত ক্ষোভের প্রেক্ষিতে সম্ভবত উক্ত বক্তব্য প্রদান করেছে।’

বিসিবি স্পষ্ট করেছে যে আসিফের ওই মন্তব্য বোর্ডের অবস্থান নয়। চিঠিতে আরও লেখা আছে, ‘কোনো ব্যক্তির মতামত কখনোই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অবস্থানকে প্রতিফলন করে না। বাংলাদেশ ক্রিকেট কনফারেন্সে প্রদানকৃত বক্তব্যটি সম্পূর্ণ তার ব্যক্তিগত অভিব্যক্তি এবং এটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বক্তব্য হিসেবে গ্রহণ করা সঙ্গত হবে না।’

বিসিবি সভাপতি চিঠিতে দুঃখ প্রকাশ করে লিখেছেন, ‘যদি উক্ত বক্তব্যের কারণে ফুটবল পরিবার বা ভক্তদের মনে কোনো ধরনের আঘাত কিংবা বিভ্রান্তি সৃষ্টি হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *