সিলেটে বসবাসরত সুনামগঞ্জ জেলার সকল গীতিকারদের সম্মিলনের একটি সামাজিক প্লাটফর্ম সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেট এর ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
গত ৯ সেপ্টেম্বর (রবিবার) সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের প্যাডে বাউল বিরহী লাল মিয়াকে আহবায়ক এবং আমির উদ্দিন শিহাবকে সদস্য সচিব করে উক্ত কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন হোসেন শাহ, যুগ্ম আহবায়ক বাউল উদাসী লাল মিয়া, কবি মিজানুর রহমান মিজান, সৌভাগ্য দেবী, সদস্য মাসুক আহসান, বাবুল আহমদ ফাতাহ, বাউল তারা মিয়া, নুরে আলম সোহাগ, কবি সাজিদুর রহমান, গীতিকার সাজ্জাদ আহমদ, প্রেমিক আনোয়ার, এম. জে মনি খান, আসানুল হক জুয়েল, কয়েস আহমদ, শীতন কান্ত দাস, মোঃ আবর মিয়া পীর, গীতিকার জুলহাস উদ্দিন চিশতী, সাব্বির আহমদ দুলাল, জসিম উদ্দিন। বিজ্ঞপ্তি
সুনামগঞ্জ গীতিকার পরিষদ সিলেটের আহবায়ক কমিটি গঠন
কমেন্ট
