ছড়া সম্রাট জগলুল হায়দারের জন্মদিন

আশরাফ ইকবাল :দেশের প্রধান ছড়াকার, ছড়ার সম্রাট, ছড়ার জাদুকর, আধুনিক বাংলা ভাষা ও সাহিত্যের জনপ্রিয় ছড়াশিল্পী জগলুল হায়দার। যদিও তরুণরা জগলুল হায়দারের ভক্ত একটু বেশিই। তার উপস্থিতি আমাদের আনন্দ দেয়। এক কথায় যে কোনো সৃজনশীল উদ্যোগে সবার আগে সকলের প্রিয় কবিকে পাশে পাওয়া যায়।

তাকে নিয়ে লেখাটা আমার জন্য একটু কঠিনই বটে। আমাকে তিনি অত্যন্ত স্নেহ করেন। ভাইয়া বলে সম্বোধন করি। আমি ঝিকুটপত্র ম্যাগাজিন করার সময় ভাইয়া নামটি সিলেক্ট করে দেন। ঢাকায় তরুণরা মিলে একটা ইউথভিউ সংগঠন করলে তিনি আমাদের সমস্ত বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে থাকেন। সহজ কথায় অনুজরা কিছু করলে তার দারস্থ হই। আমার লেখালেখির শুরু থেকে যে কোনো দরকারে ভাইয়াকে নক দেই। একদিন ঢাকায় আমার খরচের টাকা শেষ হয়ে গেলে ভাইয়াকে নক দিলে বিপদের সময় মানিব্যাগ থেকে দিয়ে দেন। এ হচ্ছে সকলের প্রিয় হওয়ার বিষয়। আমার মতো শত শত শিষ্য রয়েছে ভাইয়ার জন্য পাগল।
বাংলা সাহিত্যে তার অবদান অনেক। সাহিত্যের বাহিরেও তার একটা বিশাল পরিচয়। অন্যায়ের বিরোদ্ধে সকলের আগে তিনি। সম্প্রতি জুলাই আন্দোলনে যখন ডাকসাইটে, যশস্বী, দশাসই ছড়াকারদের কলম বন্ধ হয়ে যায় তখনো তার কলম জোড়ালোভাবে চলছে। ছড়া, গান এসব দিয়ে জেনজির হৃদয়ে স্থান করে নিয়েছেন। জালিমের তখতে তাউসে আগুন ধয়েই থেমেছেন। এ হলো আমাদের সকলের প্রিয় জগলুল ভাই।
দ্য রিপোর্ট ও মাসিক বিক্রমপুরে ৮ অক্টোবর, ২০১৪ সালে ‘সফলতার মাপকাঠি হলো স্যাটিসফ্যাকশন’ শিরোনামে আমার নেয়া জগলুল হায়দারের একটি সাক্ষাৎকার তখন তরুণদের মাঝে ব্যাপক আলোড়ণ সৃষ্টি করে।
আমি যখন জানতে পারলাম ভাইয়াকে নিয়ে ঢাউস একটা সংকলন হচ্ছে তাই আর মিস করতে চাচ্ছিলাম না। মনের কিছু কথা এলোমেলোভাবে তুলে ধরলাম। ভাইয়ার জন্মদিনের শুভেচ্ছা দিয়ে শেষ করলাম।

লেখক : শিক্ষক, সাংবাদিক, সংগঠক, ব্লগার ও সম্পাদক।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *