বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁন’কে হুমকি দাতাদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে নগরীর একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে স্কুল ছুটি শেষে নগরীর মজুমদারিস্থ বৃটিশ ইন্টার ন্যাশনাল কলিজিয়েট স্কুলে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রবাসী জাহিদ খাঁন এই স্কুলের পরিচালক।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের প্রতিষ্ঠানের পরিচালক জাহিদ খাঁনের ঘরবাড়ি-মার্কেট পুড়িয়ে দেয়ার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। হুমকি দাতারা যে দলেরই হোক না কেন অবিলম্বে তাদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বৃটিশ ইন্টার ন্যাশনাল কলিজিয়েট স্কুলের পরিচালক নুরজাহান আক্তার লাকী, সহকারী শিক্ষক আনিছা আক্তার, উষা আক্তার, নাইম ইসলাম, অরনাব দেব, হোসাইন আহমদ সহ প্রতিষ্ঠানের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার নিউইয়র্কের জে এফ কে বিমানবন্দরে অন্তর্র্বতী সরকারের সফরসঙ্গী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আখতার হোসেন ও তাসনিম জারা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও পরিকল্পিত হামলার শিকার হয়েছেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে বিমানবন্দরে লাঞ্চিত করার প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে হামলাকারি সিলেটের জকিগঞ্জের বাসিন্দা এবং যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী পরিচয় তুলে ধরে প্রতিবাদ এবং মামলা করেন যুক্তরাষ্ট্র প্রবাসী জাহিদ খাঁন। এই পোস্ট দেখে যুক্তরাষ্ট্র প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরী নিউইয়র্ক সময় রাত ৯ টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে জাহিদ খাঁনকে একা পেয়ে প্রতিবাদি পোস্ট করায় তার উপর হামলা ও তাকে চাকু দিয়ে হত্যার হুমকি দেয়। জাহিদ খাঁন বিষয়টি তাৎক্ষনিক নিউইয়র্ক পুলিশকে অবগত করেন। পুলিশ ঘটনাস্থলে এসে এর সত্যতা পেয়ে নিউইয়র্ক সময় রাত সাড়ে ৯ টায় যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যায়।
এই প্রতিবাদের পর থেকেই প্রবাসী যুবলীগ নেতা মিজানুর রহমান চৌধুরীর অনুসারিরা দেশ এবং বিদেশের আওয়ামী লীগের নেতা কর্মীরা প্রবাসী জাহিদ খানের ক্ষতি করার হুমকি এবং তার সিলেটের পৈত্রিক সম্পত্তি বাড়িঘর এবং মার্কেট আগুন দিয়ে পুড়িয়ে দিবে বলে হুমকি অব্যাহত রেখেছেন।
শিক্ষানুরাগী জাহিদ খাঁনকে হুমকির প্রতিবাদে শিক্ষক ও শিক্ষার্থীদের মানববন্ধন

কমেন্ট