ইসলামী ব্যাংকে ২০১৭-২০২৪ সাল পর্যন্ত লুটপাট ও দুর্নীতির অভিযোগ তুলে এবং এস আলম গ্রুপের প্রভাব খাটিয়ে অবৈধভাবে নিয়োগকৃত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।
গতকাল (৬ অক্টোবর, সোমবার) সিলেট সদর উপজেলার শাহপরাণ বাজারস্থ বাংলাদেশ ইসলামী ব্যাংক পিএলসি শাখা প্রাঙ্গণে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন স্তরের ব্যবসায়ী, গ্রাহক ফোরামের সদস্য এবং সাধারণ গ্রাহকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৭ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকের বিভিন্ন শাখায় লুটপাট, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে গ্রাহকদের স্বার্থ ক্ষুণ্ন করা হয়েছে। তারা অভিযোগ করেন, বিশেষ করে ‘লুটেরা ও মাফিয়া এস আলম গ্রুপ’-এর ছত্রচ্ছায়ায় যেসব অদক্ষ ও অনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা নিয়োজিত হয়েছেন, তারা ব্যাংকের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন।
বক্তারা এসব কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত ও কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপ কামনা করেন। তারা বলেন, ব্যাংকিং খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য গ্রাহক ও সাধারণ মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনের কোনো বিকল্প নেই। তারা ইসলামী ব্যাংকে এস আলম কর্তৃক দখল করা থেকে শুরু হওয়া অনিয়ম, স্বজনপ্রীতি ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত অপসারণের দাবি জানান।
মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্য শামীম আহমদ। বক্তব্য রাখেন প্রভাষক শাহেদুর রহমান, ফোরামের সদস্য মঞ্জুর রহমান, জাহেদুল ইসলাম খালেদ, মাওলানা হাফিজ, জহির উদ্দিন, মো. মুহিবুল্লাহ, আসাদুজ্জামান, মোছা. লুনা বেগম, মোছা. শাহেনা বেগম, মোছা. পারভিন বেগম প্রমুখ।