জাতীয় পার্টির বিপ্লবী মহাসচিব জননেতা কাজী মামুনুর রশীদ এর গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এডভোকেট এম এ সালেহ চৌধুরী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট কবির আহমদ এবং সিলেট জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
সোমবার এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, ‘মিথ্যা মামলায় জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব কাজী মামুনুর রশীদকে গ্রফতার করে সরকার তাদের প্রকৃত রূপের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। যতদিন পর্যন্ত এই সরকার এই দেশের মানুষের ভোটের অধিকার ফিরে না দিবে ততদিন পর্যন্ত জাতীয় পার্টির আদর্শের সৈনিকরা রাজপথে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে। সরকারের সমালোচনা করায় এবং এই সরকার আইসিইউতে বলায় জাতীয় পার্টির মহাসচিবকে সরকারের লোকজন মিথ্যা মামলায় গ্রেফতার করেছে।’
নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেফতারকৃত জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশীদের নিঃশর্ত মুক্তি দাবী করেন।
জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনের গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ

কমেন্ট