বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, সাম্প্রদায়িকতা মুক্ত বাংলাদেশ গড়ার মূল লক্ষ্যে আমাদের। আমরা এক হয়ে এগিয়ে নিয়ে যেতে চাই একটি শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ।
মঙ্গলবার জৈন্তাপুর উপজেলা বিএনপির আয়োজনে উপজেলার ১৯টি পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ধর্ম, বর্ণ বা মতাদর্শ যাই হোক না কেন, আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল থেকে মানবিক মূল্যবোধ ও ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করব। ঐক্যের শক্তিই আমাদের এগিয়ে নিয়ে যাবে ও দেশকে একটি উন্নত ভবিষ্যতের পথে পরিচালিত করবে।
মিফতাহ্ সিদ্দিকী সবাইকে আহ্বান জানিয়ে বলেন- চলুন, বিভাজন নয়, আমরা একসাথে কাজ করে একটি সৌহার্দ্যপূর্ণ ও প্রগতিশীল সমাজ গড়ে তুলি।
অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদ চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সম্পাদক ও নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইন্তাজ আলী,জৈন্তাপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মহিবুল হক মুহিব,জৈন্তাপুর উপজেলা কৃষক দলের আহবায়ক এবি,এম জাকারিয়াসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জৈন্তাপুর পূজা উদযাপন পরিষদের সভাপতি নিবারণ বাবু,সেক্রেটারি দুলাল দেবনাথ,নিজপাট কালীবাড়ি পূজা মন্ডবের সভাপতি রতন ঘোষ,শংকর বাবু,বাদল দত্ত,নিখিল দত্তসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা পূজা মন্দির কমিটির নেতৃবৃন্দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সামাজিক সম্প্রীতি ও শান্তি রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।