“অরণ্যে রোদন”

অসংখ্য গরিবের কান্না
সমাজ দরদীরা কি
শুনতে পায় না !
আদার কারবারি কোনদিন
জাহাজের খবর রাখে না —
তবেই তো না কি,
এ বিড়ম্বনা।

হত দরিদ্র মানুষের
আর্থিক পরিসংখ্যান
ধীরে ধীরে নিম্নগামী,
বিত্তশালীদের ঊর্ধ্বগামী ।

রক্তশোষকরূপী মানুষ আজ
ক্রমাগত শোষণে ব্যস্ত,
দেশাচার লোকাচার
শোষকদের কালচার ।

সাধারণ জনতা
জানতে পায় না
নিজের অধিকার,
শুধু বৃথা কান্নাকাটি ছাড়া
আর কি পাবে উপহার—
তাই না।

গৌরীশ দাস
কাছাড়,আসাম (ভারত)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *