২ বছর ধরে সম্পর্কে রয়েছেন জয়া, তবে বিয়ের জন্য প্রস্তুত নন

বিনোদন  ডেস্ক :  দুই বাংলার সমান জনপ্রিয় মুখ জয়া আহসান। সম্প্রতি শেষ করেছেন নির্মাতা কৌষিক গাঙ্গুলির ‘আজও অর্ধাঙ্গিনী’। এছাড়া, অভিনেত্রীকে শিগগিরই দেখা যাবে সুমন বন্দ্যোপাধ্যায়ের ‘পুতুল নাচের ইতি কথা’ সিনেমায়।

কলকাতার একটি বিনোদন ভিত্তিক ইউটিউব চ্যানেল ইন্ডালজ এক্সপ্রেসের সঙ্গে জয়া কথা বলেছেন তার হাতের সাম্প্রতিক কাজ ও জানিয়েছেন দুই বাংলাতে তার কাজের অভিজ্ঞতার কথা। কথায় কথায় কাজের পাশাপাশি উঠে এসেছে ব্যক্তিগত কিছু তথ্যও।

অবসর সময়ে কী করেন জয়া এমন প্রশ্নের জবাবে অভিনেত্রী হেসে বলেন, আমার আবার ফ্রি টাইম কোথায়! তবে জানান, প্রকৃতির সান্নিধ্যে থাকতে খুব পছন্দ করেন। বাসায় টবে মিষ্টি আলু থেকে শুরু করে নানা রকম শাক সবজিও নিজে হাতে রোপণ করেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমের পাতার কমেন্ট বক্সে ভালোবাসার পাশাপাশি অনেকে ঘৃণা ছড়ায় এটা তিনি কীভাবে দেখেন, এমন কথার জবাবে আহসান বলেন, এটা আসলে তাদের দুর্ভাগ্যে যে তারা এটা (ঘৃণা) ছড়াচ্ছে। আমি ভীষণ কাজে বিশ্বাসী। তারা তাদের কাজ করে যাচ্ছে আমি আমারটা করে যাচ্ছি।

জীবনে বিশেষ কেউ আছে কিনা জানতে চাওয়া হলে তিনি রাখঢাক না করে হাসতে হাসতে জানিয়ে দেন অবশ্যই আছে। বলেন, মানুষ তো একা বাঁচতে পারে না। জয়া জানান, সেই মানুষটি অভিনয় জগতের কেউ নন। গত ২ বছর ধরে তারা এক সঙ্গে রয়েছেন।

বিয়ে করবেন কিনা জানতে চাওয়া হলে জয়া বলেন, তিনি আসলে এ ব্যাপারে কিছু জানেন না। বিবাহিত সম্পর্ককে তিনি খুব শ্রদ্ধা করেন তবে এখনও এ ব্যাপারে কিছু চিন্তা করেননি।

অতীতের কোনো তিক্ত অভিজ্ঞতার কারণে এমন হতে পারে কিনা জানতে চাইলে জয়া সম্ভাবনার কথা উড়িয়ে না দিয়ে বলেন, হতেই পারে এমন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *