মুশফিকের ‘আত্মাহুতি’, বিপদ বাড়ল বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক: মুশফিকুর রহিম, টেস্ট ক্রিকেটে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার। সবচেয়ে বেশি রানের মালিক। দল যখন রেকর্ড রান তাড়া করছে, তখন এমন একজন ব্যাটারের কাছে সমর্থকদের আশা যতটা সম্ভব মাথা ঠাণ্ডা রেখে সময়ের দাবি বুঝে খেলা। কিন্তু মুশফিক কী করলেন!

রবিচন্দ্রন অশ্বিনের বল ডাউন দ্য উইকেটে এসে হাওয়ায় ভাসালেন। ব্যাটের সঙ্গে বলের ঠিকঠাক সংযোগ না ঘটায় তাকে মিড অফে কেএল রাহুলের ক্যাচ হতে হলো। মুশফিক ১৩ রানে আউট হয়ে সাজঘরের পথে, তখন ১৪৬ রানে চতুর্থ উইকেট হারিয়ে ঘোর বিপদে বাংলাদেশ।

মুশফিক ফিরলেও ফিফটি তুলে নিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাকে সঙ্গ দিতে নতুন ক্রিজে এসেছেন সাকিব আল হাসান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের রান ৩৬ ওভারে ৪ উইকেটে ১৫৫। জয়ের জন্য প্রয়োজন আরও ৩৬০ রান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *