রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে নগরিতে হোটেল শ্রমিক ইউনিয়নের সমাবেশ

রমজান মাস সমাগত। রমজান মাসে পবিত্রতার নামে শ্রমিক ছাঁটাই বন্ধের দাবিতে বাংলাদেশ হোটেল রেস্টুরেন্ট সুইটমিট শ্রমিক ফেডারেশনের দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন ১৮ ফেব্রæয়ারি’২৫ বিকেল ৪ টায় কোর্ট পয়েন্টে জেলা কমিটির সভাপতি মো. ছাদেক মিয়ার সভাপতিত্বে এবং ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক সুনু মিয়া (সাগর)-এর পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, জাতীয় ছাত্রদল সিলেট জেলার আহবায়ক শুভ আজাদ শান্ত, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক ইমান আলী, বাবনা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি আনোয়ার হোসেন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়াসহ প্রমুখ।

 

নেতৃবৃন্দ বলেন, রমজান মাস আসন্ন। হোটেল শ্রমিকরা মালিকের প্রতিষ্ঠানে বছরের ১১ মাস কাজ করে মুনাফা সৃষ্টি করে দিলেও রমজান মাস আসলে মালিকরা ব্যবসা মন্দার অজুহাত দেখিয়ে অতিরিক্ত মুনাফার লোভে রেস্টুরেন্টের অধিকাংস  শ্রমিকদের ছাঁটাই করা হয় এবং যাদের ডিউটিতে রাখা হয় তাদের দিয়ে অতিরিক্ত ক্ষেত্রভেদে কয়েকগুন কাজ করানো হয়। মুসলিম সম্প্রদায়ের জন্য রমজান মাস খুশির আমেজ বয়ে আনলেও হোটেল রেস্টুরেন্ট সেক্টরে কর্মরত শ্রমিকদের পরিবারের উপর নেমে আসে ‘মরার উপর খাঁড়ার গাঁ’। বর্তমান দ্রব্যমূল্যের লাগামহীন  উর্দ্ধগতির বাজারে যখন একজন শ্রমিক কাজ করেও সংসার চালানো দুরুহ হয়ে পড়ে সেখানে পুরো মাস কর্মহীন থেকে রমজান পরবর্তী ঈদ উদযাপন করা ধর্মীয় বৈকি অমানবিক বলে উল্লেখ করেন।

নেতৃবৃন্দ রমজান মাসকে কেন্দ্র করে ছাঁটাই-নির্যাতন বন্ধের জন্য মালিকদের প্রতি আহবান জানানোর পাশাপাশি বিগত স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের ন্যায় সরকারের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের নের্তৃবৃন্দদের দলীয় যোগসাজোস না করে শ্রমিকদের প্রকৃত পাওনা ও দাবির প্রেক্ষিতে ভূমিকা রাখার জন্য উদাত্ত আহবান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *