সরকার পরিকল্পিত ভাবে খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে : এড. এমরান চৌধুরী

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, চিকিৎসা মানুষের মৌলিক অধিকার। কিন্তু ফ্যাসিস্ট সরকার অত্যন্ত সুপরিকল্পিত ভাবে দেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত রেখেছে। চিকিৎসকদের বোর্ড বার বার নেত্রীকে বিদেশে নিয়ে চিকিৎসা করানোর জন্য অনুরোধ জানিয়েছেন, কিন্তু সরকার তাঁকে বিদেশে যেতে দিচ্ছে না। এতে করে নেত্রীর শারিরীক অবস্থা দিন দিন অবনতি হচ্ছে। সরকার বেগম জিয়াকে বিনাচিকিৎসায় তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে তাঁকে বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দিতে হবে। অন্যতায় এর পরিণাম ভয়াবহ হবে।

 

রোববার বাদ জোহর সিলেট জজকোর্ট জামে মসজিদে সিলেট জেলা বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট আশিক উদ্দিন আশুক জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসান মাহবুব জুবায়ের, সিনিয়র আইনজীবী ও জাতীয় পার্টি নেতা এডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, সিলেট জেলা শ্রমিক দলের সভাপতি সুরমান আলী, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক এড. হাসান আহমদ পাটোয়ারী রিপন ও তাজরুল ইসলাম তাজুল,  সিনিয়র আইনজীবী এডভোকেট শাহ আশরাফুল ইসলাম, এডভোকেট আলিম উদ্দিন, সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক এডভোকেট সাঈদ আহমদ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরী আহ্বায়ক, আবুল কাশেম, শাকিল মোর্শেদ, শামীম আহমদ, এডভোকেট আল আসলাম মুমিন, লোকমান আহমদ, এডভোকেট বদরুল আহমদ চৌধুরী, এডভোকেট মোস্তাক আহমদ, আল মামুন খান, মাহবুব আলম, আহাদ চৌধুরী শামীম, এডভোকেট আব্দুল মুকিত জাহাঙ্গীর,  এডভোকেট ছমির উদ্দিন, এডভোকেট এজাজ উদ্দিন, এডভোকেট ওবায়দুর রহমান ফাহমী, আকবর হোসেন, এডভোকেট জাফর ইকবাল, আব্দুল মুকিত অপি, এডভোকেট সাজেদুল সজিব, সুমেল আহমদ চৌধুরী, এডভোকেট মুহিতুল হক, এডভোকেট আলী হায়দার ফারুক, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট আব্দুর রাজ্জাক রাজ, এডভোকেট সুলাইমান আলী, এডভোকেট শাহজাহান সিদ্দিকী, জসিম উদ্দিন, আব্দুস সালাম টিপু, লিটন চৌধুরী, জাহাঙ্গীর হোসেন জীবন, আব্দুস সামাদ লস্কর মুনিম, ফাহিমুর রহমান মৌসুম, রুবেল ইসলাম, আবুল হোসেন, জয়নুল আবেদীন রাহেল, হানিফ আহমদ, মো: আবু তানিম, আসিফ আহমদ, মকসুদ আহমদ প্রমুখ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *