খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র সাধারণ সভায় নতুন কমিটি অনুমোদন

খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ অক্টোবর) ইস্ট-লন্ডনের ‘তারাতারি’ অভিজাত রেস্টুরেন্টে এ সাধারণ সভার আয়োজন করা হয়।
প্রবীন মুরব্বি সাইদুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সভায় ২০২২-২০২৪ এর কার্যক্রম ও আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করা হয়। বিগত ২ বছরে প্রায় ২৭ লক্ষ টাকা অনুদান ও সেবামূলক কাজে ব্যয় করা হয়েছে বলে জানানো হয়।
সভায় উপদেষ্ঠাবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র পূর্বের কমিটিকে পুনরায় নতুন করে অনুমোদন দেওয়া হয়। সভায় নব-নির্বাচিত সভাপতি  শাফিল উদ্দিন কবির ও সেক্রেটারি সুহেল মুরাদ, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম কয়েছ সহ নির্বাচিত সবাইকে অভিনন্দন জানানো হয়।
সভায় নবগঠিত কমিটির সভাপতি শাফিল উদ্দিন কবির বলেন, আর্তমানবতার কল্যাণে খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে প্রতিষ্ঠালগ্ন থেকে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, মানবসেবাসহ দেশের উন্নয়নমূলক কাজে এই ওয়েলফেয়ার এসোসিয়েশনের ভূমিকা রয়েছে। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে। তিনি খোজারখলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের কার্যক্রম বাস্তবায়ন ও আরো গতিশীল করতে সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *