“বিনিময়”

এই তো জীবন,

জীবন সংগ্রাম করে বেচে থাকা,
তবে কেনো স্বাধীনতার পরে?

জনতা জনার্দন, তবে কি এখন
নিস্তেজ নাকি সতেজ—-
নির্বাক নাকি অন্ধ হয়ে
যষ্টি হাতে ক্রমশ বেড়ায় খুজে,
আত্মচেতনার দিনেরে।

পুঞ্জীবাদের পূজার্চনায় নতশিরে
জীবনাঞ্জলি দিয়ে,
অঞ্জলির ফলভোগের নিশ্চয়তায়
অহর্নিশি যাপন করে চলছে!

তবে কি বিষয়াধিপতিই —-
পুঞ্জীবাদের আখড়ায়
নতশিরে ব্যস্ত অঞ্জলি প্রদানে।

এখোনও কি সময় বাকী,
চেতনায় জাগরিত হওয়ার!
জাগো সবে জাগো,
সংগ্রামের বিনিময়ে,
জগজ্জন মঙ্গল কাজে,
সবে লাগো।

…….গৌরীশ দাস……
ভারত,কাছাড় (আসাম)

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *