রবীন্দ্রমানস গঠনে পূর্ববঙ্গের সাথে তার যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

পূর্ববঙ্গের সাথে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের যোগাযোগের যে সেতু গড়ে উঠেছিলো, তা দীর্ঘকালের এবং তার ফলাফল ব্যাপক ও গভীর। রবীন্দ্রমানস গঠনে এই যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং প্রভাবিত করে তাঁর সাহিত্যকর্মকে।
সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮২তম প্রয়াণ দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তারা এ কথা বলেন। গতকাল সোমবার (২৮ আগস্ট) সন্ধ্যায় জিন্দাবাজারস্থ সিলেট এক্সপ্রেস মিলনায়তনে সাইক্লোনের সভাপতি ছড়াকার আব্দুস সাদেক লিপন এডভোকেটের সভাপতিত্বে ২৫৪ তম সাহিত্য আসরে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন বিশিষ্ট সাহিত্য সমালোচক কবি বাছিত ইবনে হাবীব।
সাইক্লোনের সাহিত্য সম্পাদক তাসলিমা খানম বীথির সঞ্চালনায় অনুষ্ঠানে ‘পূর্ববঙ্গে রবীন্দ্রনাথ’ শীর্ষক মুল প্রবন্ধ পাঠ করেন গল্পকার সেলিম আউয়াল। স্বাগত বক্তব্য রাখেন সাইক্লোনের সাধারণ সম্পাদক আবদুল বাতিন ফয়সল। আলোচনায় অংশ নেন বিশিষ্ট কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী, ভ্রমণকাহিনী লেখক মোয়াজ আফসার, কবি সুফিয়া জমির ডেইজী, ছড়াকার জুবের আহমদ সার্জন, কবি দেওয়ান গাজী আব্দুল কুদ্দুছ শামশাদ।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *