রাশিয়াকে একঘরে করার মার্কিন চেষ্টা ব্যর্থ হবে: ল্যাভরভ

আন্তর্জাতিক ডেস্ক:

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মস্কোকে আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন করার জন্য যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের প্রচেষ্টা একেবারে ব্যর্থ হচ্ছে। খবর তাসের।

শনিবার অনলাইনে মাল্টিপোলারিটি বিষয়ক গ্লোবাল কনফারেন্সে বক্তব্য দেওয়ার সময় রাশিয়ার এই শীর্ষ কূটনীতিক বলেন, ‘এটি একেবারে স্বাভাবিক বলে মনে হচ্ছে যে, ইতিহাসের গতিপথকে উল্টে দেওয়ার এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে একটি ‘নিয়মতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা’ মেনে চলতে বাধ্য করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও তাদের মিত্র দেশগুলোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। এক্ষেত্রে আমি বলবো রাশিয়াকে আন্তর্জাতিক অঙ্গন থেকে একেবারে একঘরে করতে পশ্চিমাদের চালিয়ে আসা প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।’

এই সম্মেলনের আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে, এই অনুষ্ঠান বিশ্বজুড়ে মাল্টিপোলারিটির পক্ষে দাঁড়ানো রাজনীতিবিদ, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মনোযোগ আকর্ষণ করবে এবং ন্যায্য ও আরো গণতান্ত্রিক আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক গড়ে তোলা সম্ভব হবে।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *