মুম্বাই হামলায় অভিযুক্ত আমিরাতে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতে গত ২৯ বছর ধরে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকার পর অবশেষে গ্রেফতার হলেন ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ মামলার অন্যতম মূল অভিযুক্ত আবু বকর।

সম্প্রতি আরব আমিরাতে একটি বড় অভিযান চালিয়ে আবুকে গ্রেফতার করা হয়। খবর ইন্ডিয়া টুডের।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলি জানিয়েছে আবু বকরকে ভারতে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে।

ভারতে আসার পর তাকে দেশটির বিচার ব্যবস্থার মুখোমুখি হতে হবে বলেও জানিয়েছেন তারা।

মুম্বাইয়ে ১২টি বিস্ফোরণ ঘটানোর অভিযোগে দীর্ঘদিন ধরেই আবু বকরের খোঁজ চালাচ্ছিল ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি।

এর আগেও আরব আমিরাতে ২০১৯ সালে তাকে একবার গ্রেফতার করা হয়েছিল। কিন্তু তখন তিনি নকল নথিপত্র দেখিয়ে জেল থেকে ছাড়া পেয়ে যান।

গোয়েন্দাদের দাবি, মুম্বাই বিস্ফোরণকাণ্ডের অন্যতম হোতা আবু বকর দুবাইয়ে দাউদ ইব্রাহিমের সঙ্গে বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিলেন।

আরডিএক্স  (বিস্ফোরক) আনা এবং পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অস্ত্র ও বিস্ফোরক প্রশিক্ষণের সঙ্গেও জড়িত ছিলেন তিনি।

১৯৯৩ সালের মুম্বাইয়ে সিরিজ হামলায় মোট ২৫৭ জন নিহত এবং ৭১৩ জন আহত হয়েছিলেন।

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *