সিলেট নগরীর টুলটিকর অংকুর সাহিত্য পাঠাগারের ৩ যুগ পুর্তি উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ১২ জানুয়ারি ২০২৬ (সোমবার) রাত ৮টায় পাঠাগার কার্যালয়ে সিলেট নগরীর টুলটিকর অংকুর সাহিত্য পাঠাগারের উদ্যোগে দরিদ্র, অসহায় ও দুটি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি যুক্তরাষ্ট্র প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক লুৎফুর রহমান ও পাঠাগারের নেতৃবৃন্দরা।
প্রধান অতিথির বক্তব্যে লুৎফুর রহমান বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা প্রয়োজন। মানবিক কাজে অংশগ্রহণের মাধ্যমে আমরা একটি সুন্দর ও সহানুভূতিশীল সমাজ গড়ে তুলতে পারি। অংকুর সাহিত্য পাঠাগারের নেতৃবৃন্দের এই উদ্যোগ প্রশংসার দাবিদার। সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোই এই পাঠাগারের অন্যতম লক্ষ্য। অংকুর সাহিত্য পাঠাগার সমাজের বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা রেখে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অংকুর সাহিত্য পাঠাগারের সভাপতি মোজাম্মেল হোসেন ইমন এর সভাপতিত্বে ও উপদেষ্টা সাইফুদ্দিন আহমদ সাবিলের পরিচালনায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন পাঠাগারের উপদেষ্টা সাজ্জাদ আহমদ সাজু, মোস্তাকিম আহমদ, কয়েছ আহমদ সাগর, সৈয়দ ফরহাদ হোসেন, পাঠাগারের সহ সভাপতি মিজনুর রহমান রিন্টু, পাঠাগার সম্পাদক মো. ইমাদ উদ্দিন, ক্রীড়া সম্পাদক মো. শাহরিয়া আহমদ, সহ প্রচার সম্পাদক আল রাফি, কার্যকরি সদস্য রাহীব আহমেদ, মোশরাফ হোসেন সাহি ও বিশিষ্ট মুরব্বী ছয়ফুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি
টুলটিকর অংকুর সাহিত্য পাঠাগারের শীতবস্ত্র বিতরণ
কমেন্ট
