সিলেট নগরীর ৫নং ওয়ার্ডের কলবাখানী সমাজ কল্যাণ সংস্থা আয়োজিত কলবাখানী ক্রিকেট প্রিমিয়ার লীগ ২০২৫-২৬ এর মেঘা ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা ২টায় নগরীর কালাপাথর মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাহেদ সিরাজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আব্দুল্লাহ শফি সাহেদ, আব্দুস সামাদ খান ফাহিম, কাজী নজরুল আহমদ, হাজী মো. আব্দুল হাই, আব্দুল্লাহ শফি রাশেদ, আব্দুল হান্নান, ফরিদ আহমদ, আবুল কালাম আজাদ, ইকবাল হোসেন। টুর্নামেন্ট আয়োজক কমিটির সদস্যরা হলেন- সাদ্দাম, রাসেল, মো. আবদুল, ওয়াদুদ সোহাগ, আতিকুর রহমান সাজু, এরশাদ, সাদি, তামজিদ, মুমিন, মুরসেদ, ঈমান।
এসময় অন্যান্যের মধ্যে কলবাখানী স্ট্রাইকার্সের খেলোয়াড়বৃন্দ সাফি, জামিল, রানা, রাশেদ, জালাল, সাইফুল, মুমিন, বসু, ইমান, সোহাগ, মালেক, কলবাখানী টাইটান্স খেলোয়াড়বৃন্দ সাদ্দাম, সাদি, ইহাব, ফয়েজ, মহন, শুভ, ফরহাদ, সাকিব, রাজু, রিদম, ইমন। ফাইনাল খেলায় কলবাখানী টাইটানসকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরভ অর্জন করে কলবাখানী স্ট্রাইকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, কলবাখানী সমাজ কল্যাণ সংস্থা যে দায়িত্ববোধ ও আন্তরিকতার সঙ্গে এই আয়োজন সম্পন্ন করেছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকলে এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। কলবাখানীর তরুণরা আজ যে ঐক্যবদ্ধ হয়ে এমন একটি সফল টুর্নামেন্ট উপহার দিয়েছে, তা এলাকার জন্য গর্বের। সমাজ উন্নয়নে খেলাধুলা যে কতটা কার্যকর, এই আয়োজন তার উজ্জ্বল দৃষ্টান্ত। বিজ্ঞপ্তি
কলবাখানী ক্রিকেট প্রিমিয়ার লীগের ফাইনাল সম্পন্ন
কমেন্ট
