বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও সিলেট ১ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদায় বিশ্বাস করে। দেশের সকল নাগরিকের রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করতে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ। জনগনের সমর্থন নিয়ে ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ করে আগামীর রেইনবো বাংলাদেশ গড়বে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।
তিনি বলেন, সিলেটের প্রধানতম সমস্যা হলো এখানে কর্মসংস্থানের সুযোগ সীমিত। আমাদের পরিকল্পনা হলো সরকারি সুযোগ-সুবিধা দিয়ে এখানে শিল্প কারখানা গড়ে তোলা, যাতে সিলেটের শিক্ষিত-অশিক্ষিত নারী-পুরুষদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়। শিক্ষিতদের আইটি সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমরা সম্পৃক্ত করতে চাই। সিলেটে আইটি সেক্টরের প্রসারে যা যা করা দরকার সবই করবো আমরা।
তিনি গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর লামবাজারস্থ দশনামী আখরায় বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দশনামী আখরা কমিটির সভাপতি সুনীল পাল চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী।
এডভোকেট প্রতাপ রঞ্জন দাসের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন এডভোকেট প্রশান্ত কুমার পাল, সুভাষ দাস, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির মজুমদার, মাসুম রাজ্জাক রুমেল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্যফ্রন্টের তুহিন কান্তি নাগ, রাজীব কুমার দে, প্রাণেশ দেব, কল্লোল জ্যোতি বিশ্বাস, মলয় লাল ধর, সিলেট মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, নির্মল চন্দ্র দে, মমমোহন পাল চৌধুরী, টুটুল দাস, মৃণাল কান্তি দাস, গোবিন্দ আচার্য্য, চমক দে, পিন্টু মালাকার, হকেন দেব, মুন্না ঘোষ, ঝলক আচার্য্য, রনি পাল, উজ্জ্বল রঞ্জন চন্দ, কৃপাসিন্ধু চক্রবর্তী, অজয় দাস, নিঝুম মজুমদার, কালিপদ রায়, রবি দাস, সুব্রত মালাকার, সৌরভ রায়, বিশ্বজিৎ দাস, বীরেশ মল্লিক, নিহির কান্তি দাস বুলবুল, অরুন ঘোষ, জয়ন্ত রায়, টিটু ঘোষ প্রমুখ।


