ধর্মান্ধতায় মত্ত যত ——-
এ কোন মানব জাতি,
মৌলবাদী হিংসুটেরা,
বজ্জাতি সব জাতের নামে,
করছো এ কোন রাজনীতি।
দেশের তরে, মানবের তরে
কবে আর জাগবি তোরা,
আয়রে হাতে হাত মিলিয়ে,
মানবতার মন্ত্র লইবি
দেশের হয়ে দশের হয়ে
মন আর প্রাণ সপিবি,
সব সৎ মতি।
সম্প্রীতির বার্তা ছড়াও,
নজরুলের এই মহান দেশে,
লালনের এই প্রেমের দেশে
হিংসা নিন্দা দুর করি।
সময় থাকতে সাউধ না হবি,
খল মানুষের সঙ্গ দিবি,
পরপারে কি জবাব দিবি ?
হায়রে মানব জাতি।
( গৌরীশ দাস
কাছাড়,আসাম – ভারত)
কমেন্ট


