সিলেট নিউজ টাইমস্ ডেস্ক : ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এবার বিএনপিতে যোগ দিয়েছেন কর্নেল (অব.) অলি আহমেদের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।
বুধবার (২৪ ডিসেম্বর) গুলশান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন তিনি। এ সময় তিনি কুমিল্লা-৭ আসন থেকে নির্বাচন করার ঘোষণা দেন।
এর আগে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির (একাংশ) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা তাদের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দেন।
কমেন্ট


