ওসমানীনগর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহবাবুল হোসাইন আহবাবের পিতা এবং ১নং উমরপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার মরহুম মো. চেরাগ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।
সোমবার (২২ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক শোকবার্তায় হুমায়ুন কবির বলেন, মরহুম মো. চেরাগ আলী ছিলেন একজন সৎ, জনবান্ধব ও দায়িত্বশীল জনপ্রতিনিধি। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে তাঁর অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে এলাকাবাসী একজন অভিভাবকতুল্য ব্যক্তিত্বকে হারালো। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, মরহুম মো. চেরাগ আলী সোমবার (২২ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিজ্ঞপ্তি
মরহুম মো. চেরাগ আলীর মৃত্যুতে বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের শোক
কমেন্ট
