কুমিল্লা দুই শতাধিক আ.লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন

সিলেট নিউজ টাইমস্ ডেস্ক :  কুমিল্লার দেবিদ্বারে ২ শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার রাতে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর হাতে ফুল দিয়ে এসব নেতাকর্মী বিএনপিতে যোগ দেন। এর আগে উপজেলার শালঘর ইউনিয়ন থেকে আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের দুই শতাধিক নেতাকর্মী মিছিল নিয়ে ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সীর বাড়িতে আসেন। এ সময় তাদের বরণ করে নেওয়া হয়। আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে যোগদান নিয়ে সোমবার দুপুরে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং ওই আসনের সংসদ-সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ জানুন কেমন জালিমের বিরুদ্ধে আবার আমাদের লড়াই করতে হবে। গত ১৭ বছর ধরে বিএনপির যে স্থানীয় নেতাকর্মীরা মামলা-হামলার শিকার হয়েছেন, যারা ঘরে থাকতে পারেননি, গণতন্ত্রের জন্য হরতাল-অবরোধ করতে গিয়ে নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, এই পুনর্বাসন তাদের সঙ্গে একটা জুলুম। আপনারা যারা রাজপথে ছিলেন, মার খেয়েছেন, স্রোতের বিপরীতে গিয়ে দলের পক্ষে অবস্থান নিয়েছেন-আপনাদের শ্রম ও ঘাম আজ রাজনৈতিক দেউলিয়াত্ব প্রকাশ করতে নগ্নভাবে ব্যবহৃত হচ্ছে-এটা ভেবে বিএনপির ত্যাগীদের প্রতি করুণা হয়।’

হাসনাত আবদুল্লাহ আরও লেখেন, ‘যখন আমি বলেছিলাম যে কুমিল্লার অনেক আসনে বিএনপির রাজনীতি এখন আওয়ামী লীগের টাকায় চলে, তখন যারা আমার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করেছিলেন-আজ তাদের হাতেই শহীদ জিয়ার রাজনীতির জানাজা হচ্ছে।’

‘দেবিদ্বারবাসী, আপনারাই বিচার করবেন-কোন বিএনপি দীর্ঘ ১৭ বছর মাঠে ছিল, মার খেয়েছে; আর কোন বিএনপি বিগত নির্বাচনগুলোতে ঢাকায় বসে টাকার কাছে নিজেকে বিক্রি করে ফ্যাসিস্টদের তাঁবেদারি করেছে। ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে প্রতারণা করে এই ধান্দাবাজ হাইব্রিড বিএনপিরা যেই প্রতারণার মিছিল শুরু করেছে সেটি একদিন পুরো বিএনপির রাজনীতিকে কবরস্থ না করলেই হয়।’

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *