গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর হামলায় ইমজার উদ্বেগ

দেশে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সিলেট।
এক বিবৃতিতে ইমজা জানায়, নির্বাচনী তফশীল ঘোষণার পর শান্তিপূর্ণ পরিবেশ প্রত্যাশিত হলেও দেশে একের পর এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। গত ১৮ ডিসেম্বর ঢাকায় দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে নাশকতা ও সাংবাদিকদের হেনস্তা, খুলনায় সাংবাদিক হত্যাকাণ্ড এবং সম্প্রতি সিলেটে ৭১ টেলিভিশনের সাংবাদিকদের হেনস্তার ঘটনায় সংগঠনটি তীব্র নিন্দা জানায়।
এসব ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে সরকার ও প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করা হয়।
ইমজা সিলেটের সভাপতি আশরাফুল কবীর ও সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু এক যৌথ বিবৃতিতে এসব কথা বলেন।
কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *