খেলাধুলা ডেস্ক : সিলেটের রানিং কমিউনিটি সুপ্রিম রানার্সের আয়োজনে ৫ শতাধিক দৌড়বিদের অংশগ্রহণে সাড়ে ৭ কিলোমিটার মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে নগরীর কেন্দ্রীয় শহিদ মিনার থেকে এ ম্যারাথনটি শুরু হয়। ম্যারাথন শেষে সবাইকে আনুষ্ঠানিক মেডেল উপহার দেন সুপ্রিম রানার্সের পৃষ্ঠপোষকরা।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিবির পরিচালক রাহাত শামস। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চক্ষু বিশেষজ্ঞ ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, রোটারি ক্লাব অব সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট রোটারিয়ান সেলীনা আক্তার চৌধুরী, প্রফেসর তামান্না সিদ্দিকা ও কনটেন্ট ক্রিয়েটর নাহিয়ান।
সুপ্রিম রানার্সের আয়োজক নাজিব আহমদ বলেন, এটি আমাদের দ্বিতীয় আয়োজন, গত বছরও আমরা এই আয়োজন করেছিলাম। এবারই আমরা প্রথম দৌড়বিদদের তাদের নাম লিখা টি-শার্ট দিয়েছি তাছাড়া এবারও গত বারের মতো মেডেলে প্রতিযোগিতাদের নাম দিয়েছি। প্রায় ৫ শতাধিক দৌড়বিদ অংশগ্রহণ করেছেন। আয়োজক মোহাম্মদ লিমন আহমদ বলেন, আমাদের এমন আয়োজনের মূল কারণ বর্তমান প্রজন্মকে শারিরিকভাবে সুস্থ রাখা এবং মাদক থেকে দূরে রাখার একটি বার্তা। আমরা চাই সবাই যেনো সুস্থভাবে বাচঁতে পারেন। আমরা এটি প্রতি বছরেই আয়োজন করে যাব। বিজ্ঞপ্তি


