ওসমান হাদি হত্যাকান্ড, ছায়ানট এবং উদীচীর উপর হামলায় গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য সিলেটের নিন্দা

শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের তীব্র নিন্দা এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, সিলেট। বিবৃতিতে হাদির শোকসন্তপ্ত পরিবার এবং স্বজনদের প্রতি সমবেদনা জানানো হয়।
শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে এই হত্যাকাণ্ড নিয়ে গভীর উদ্বেগ জানিয়ে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক প্রদীপ দেবরায় এবং সদস্য সচিব নাজিকুল রানা বলেছেন, ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে নিজেদের স্বার্থে দেশজুড়ে প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের উপর ধ্বাংসাত্মক কর্মকান্ড চালাচ্ছে একটি মহল।
বিবৃতিতে বলা হয়, দেশকে অস্থিতিশীল করার গভীর চক্রান্ত থেকে দেশের শীর্ষ দুটি সংবাদপত্রের কার্যালয়, শিশুদের বিদ্যালয়, সাংস্কৃতিক আন্দোলনের অগ্রবর্তী সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী ও ছায়ানটসহ বিভিন্ন স্থানে ভয়াবহ সহিংসতা চালানো হয়েছে। চরম নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটানো হয়েছে। সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীরের ওপর হামলা চালানো হয়েছে।
শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও ছায়ানট-উদীচীর উপর উপর হামলা করে দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে সংঘটিত সহিংসতার সঙ্গে জড়িত হোতাদের আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছে গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্য, সিলেট। বিজ্ঞপ্তি

কমেন্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *