সিলেট মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিলেট মহানগর কৃষকদলের সভাপতি ও ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, বিএনপি ঐক্যবদ্ধ ও বিভাজনমুক্ত বাংলাদেশ গড়তে চায়। যে বাংলাদেশে বাংলাদেশে গণতন্ত্র শক্তিশালী হবে, আইনের শাসন কায়েম হবে। কোনো কার্যকলাপের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রাকে রুদ্ধ করা যাবে না। তিনি বলেন, আন্দোলন ও বিপ্লব শেষ হয়ে যায়নি। চূড়ান্ত বিজয়ের জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ফ্যাসিবাদবিরোধী ঐক্য আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম করে আমাদের দেশের স্বাধীনতাকে সমুন্নত রাখতে হবে।
গত শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর কাজিটুলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ডের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট মহানগর কৃষক দলের সহ-সভাপতি হাজী মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সহ-সভাপতি আব্দুর রহিম মল্লিক, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক আব্দুল কাহির, সিলেট মহানগর কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এ কে এম শাহজাহান, সহ-সভাপতি সুলতান আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সম্পাদক তাহের আলী সুমন, যুগ্ম সম্পাদক ময়নূল হক স্বাধীন, দপ্তর সম্পাদক শেখ লুৎফুর রহমান, ক্রীড়া সম্পাদক মিনহাজ উদ্দিন ও সহ-অর্থবিষয়ক সম্পাদক শেখ আব্দুল আজিজ।
সম্মেলনে সিলেট মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড কৃষকদলের ৯ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়। কমিটির নেতৃবৃন্দ হলেন- সভাপতি আব্দুস সালাম আনু, সিনিয়র সহ-সভাপতি এহিয়া খান মুমিন, সহ-সভাপতি আলম খান, সহ-সভাপতি রুহেল আহমদ, সহ-সভাপতি আহমদ হোসেন বাবলু, সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শেখ মিনহাজ উদ্দিন, ১ম যুগ্ম সম্পাদক আনিস আহমদ জোসেফ ও সাংগঠনিক সম্পাদক জাবেদ আহমদ।
বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের যাত্রাকে রুদ্ধ করা যাবে না: হুমায়ূন কবির শাহীন
কমেন্ট
