বিজয়ের মাস ডিসেম্বর ও মহান বিজয় দিবস উপলক্ষে ছাত্র জমিয়ত বাংলাদেশ, বিয়ানীবাজার পৌর শাখার উদ্যোগে “মুক্তিযুদ্ধ ও জমিয়ত: জ্যোতির্ময় অধ্যায়” শীর্ষক আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা–২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বাদ মাগরিব স্থানীয় জমিয়ত কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শাখা সভাপতি হাফিজ জাহেদ আহমদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ সাদিক আহমদ ও সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসাইন-এর যৌথ সঞ্চালনায় আলোচনা সভা ও বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও কলামিস্ট মাওলানা আব্দুল খালিক মাসউদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বিয়ানীবাজার পৌর শাখার সভাপতি মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক মুফতি শরীফুল হাসানসহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বক্তারা মহান মুক্তিযুদ্ধে জমিয়তের ঐতিহাসিক ভূমিকা, স্বাধীনতা সংগ্রামে আলেম সমাজের অবদান এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্ব নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষার্থীদের বাকশক্তি বৃদ্ধি ও যোগ্য নেতৃত্ব তৈরির লক্ষ্যে এই ধরনের আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল, সদস্য ও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আলোচনা শেষে বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
পরিশেষে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী সকল শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।বিজ্ঞপ্তি।
কমেন্ট

